আপনার পছন্দের স্মার্টফোনটি যদি পানিতে ভিজে যায় তাহলে কী করবেন? হঠাৎ এই পরিস্থিতিতে কী করবেন তা অনেকেই তাৎক্ষণিক ঠিক করতে পারেন না। অপরদিকে মোবাইলে পানি ঢুকলে সেটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। মোবাইল পানিতে পড়লে শুধু মুছলে হবে না! পানি বের করতে যা করবেন—জেনে নিন।
এই বৃষ্টিতে আপনার মোবাইলটি পুরো ভিজে গেছে? কিংবা আপনার বাচ্চা আপনার ফোনটিকে নিয়ে হঠাৎ পানির বালতিতে ফেলে দিয়েছে। এতে আপনার মোবাইলের বাইরের পানি শুকিয়ে যেতে পারে কিন্তু ভেতরে বা চার্জারের জায়গায় পানি বেরোতে পারে না।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোবাইল পালিতে পড়ে গেলে আমরা হয় শুকনো কাপড় দিয়ে মুছি বা সেটাকে মোছার পরে রোদে বা গরম কোন হিটের সামনে দিয়ে রাখি।