প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। ঘরে বসেই হাতে থাকা ফোনে সব খবর পাচ্ছেন, দূর-দুরান্তে যোগাযোগ করতে পারছেন। যে কোনো দেশের নাটক সিনেমা স্মার্টফোনেই দেখে নিতে পারছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।
তবে আপনি আপনার ফোনে বা ডেস্কটপে ইউটিউবে কী কী সার্চ করেছেন তা একান্ত ব্যক্তিগত বিষয়। অন্যদের সামনে পড়লে বিব্রত হন অনেকে। ইউটিউবে নানা বিষয়ে নানা ভিডিও সার্চ করে থাকেন ব্যবহারকারীরা। আর সেই হিস্ট্রি থেকে যায় ইউটিউবের সার্চ বক্সে। আর তা যে কেউ জেনে ফেলতে পারে। তাই ইউটিউবের পক্ষ থেকে সার্চ হিস্ট্রি পজ ও মুছে ফেলার অপশন দেওয়া হয়।