নতুন কম্পিউটার কেনার ক্ষেত্রে বা পুরনোটি আপডেটের জন্য স্টোরেজ নির্বাচন বা পরিবর্তন জরুরি। এক্ষেত্রে বর্তমানে সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) ও হার্ড ডিস্ক ড্রাইভ (এইচডিডি) দুটোই রয়েছে। তবে এ দুটোর মধ্যে কোনটি ভালো আর কোনটি খারাপ সেটি নির্ধারণের কিছু মানদণ্ড রয়েছে।
এসএসডি ও এইচডিডির মধ্যে পার্থক্য: এ দুটি স্টোরেজের মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে এইচডিডিতে তথ্য সংরক্ষণে ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করা হয়। অন্যদিকে এসএসডি ইলেকট্রনিক ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। এ দুটি স্টোরেজ সিস্টেমের মধ্যে আরো পার্থক্য রয়েছে। প্রথমত, রিড ও রাইট স্পিডের দিক থেকে হার্ড ড্রাইভের তুলনায় এসএসডি এগিয়ে। দ্বিতীয়ত, হার্ড ডিস্ক ড্রাইভ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তবে দামের দিক থেকে হার্ড ডিস্ক ড্রাইভ সাশ্রয়ী এবং তথ্য পুনরুদ্ধারও এসএসডির তুলনায় সহজ।