‘আমরা শিক্ষার স্বাধীনতা বিপন্ন হতে দেখছি। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটা শুরু হয়েছে।’ এভাবে কথা বলছিলেন বার্লিন ফ্রি ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী সিসিলিয়া।
হামাসের ৭ অক্টোবরের হামলার পর সিসিলিয়ার বিশ্ববিদ্যালয় (ফ্রি ইউনিভার্সিটি) ইসরায়েলের সমর্থনে একটি পক্ষপাতদুষ্ট বিবৃতি প্রকাশ করে। এর পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ইসলামভীতি–সংক্রান্ত হয়রানি বাড়তে থাকে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে সিসিলিয়া ও আরও কয়েকজন মিলে একটি কমিটি গঠন করেন।