ডিজিটাল প্রেসের যুগেও হালিম কেন পুরোনো লেটারপ্রেসটি আগলে রেখেছেন

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২৪, ২০:৪৫

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ঢুকে মনে হলো বাংলা বর্ণের জাদুঘরে চলে এসেছি। চারপাশে বাংলা মুদ্রণশিল্পের ঐতিহাসিক সব সরঞ্জাম—ধাতু ও কাঠের বর্ণ, ব্লক, আদি বর্ণমালার বই। তবে বাংলা বর্ণমালা ও মুদ্রণ প্রযুক্তি নিয়ে শিল্পী সব্যসাচী হাজরার ‘প্রাইমার টু প্রেস’ নামের এই প্রদর্শনীতে আমাকে সবচেয়ে আগ্রহী করে তুলল একটা লেটারপ্রেস।


প্রদর্শনী কক্ষের এক জায়গায় রাখা যন্ত্রটি মাঝেমধ্যেই খটরমটর আওয়াজ তুলছে। এতে ছাপার কাজ করছেন একজন মুদ্রাকর। কৌতূহলী দর্শনার্থীদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছেন কীভাবে লেটারপ্রেস যন্ত্র কাজ করে। আমিও কৌতূহলীদের দলে ভিড়ে গেলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us