টি-টোয়েন্টি বিশ্বকাপে সুফল পেতেই সবার আগে মার্কিন মুলুকে পাড়ি জমায় বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে সেখানকার কন্ডিশন-উইকেটের সঙ্গে পরিচিত হয়ে ভালো প্রস্তুতির লক্ষ্য ছিল তাদের। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন হয়ে দেখা দিয়েছে। র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলটির কাছে টানা দুই হারে ভালো প্রস্তুতির আশা ভেস্তে গেছে নাজমুল হোসেন শান্তর দলের।
হিউস্টনে সিরিজ হারের পর টিভি স্ক্রিনে এক চিলতে দেখা গেছে বিমর্ষ কোচ চন্ডিকা হাথুরুসিংহ ও তাঁর সহকারীদের। ক্রিকেটারদের চোখমুখেও রাজ্যের হতাশা। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ—প্রথম হারের পর এটা না হয় যুক্তি হিসেবে দাঁড় করানো গেল, কিন্তু পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেভাবে স্নায়ুর পরীক্ষা দিয়ে জিতল যুক্তরাষ্ট্র, সেখানে সিরিজ হারের কী অজুহাত শান্তদের! আইসিসি সহযোগী একটা দলের কাছে এমন আত্মসমার্পণের কী ব্যাখ্যা দেবেন সাকিব আল হাসানরা!