তরুণ ডেটাবিজ্ঞানী ও ডেটা প্রকৌশলীদের নিয়ে রাজধানীতে চলছে ‘রবি ডেটাথন ৩.০’ শীর্ষক ডেটাথন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি আয়োজিত এ প্রতিযোগিতার প্রাথমিক পর্বে সাড়ে তিন হাজার প্রতিযোগী অংশ নিলেও চূড়ান্ত আসরে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত রবির প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতা শুরু হয়, চলবে টানা ৪৮ ঘণ্টা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ দল পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার পুরস্কার।