কবে ঠিক হবে রাস্তাগুলো? বর্ষাই বা পার হবে কীভাবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১০:২০

“ভাঙাচোরা সড়কের এই দুর্ভোগ অসহ্য লাগে। ছয় মাসের বেশি সময় ধরে বাড়ির সামনে থেকে ভিতরে পুরোটা রাস্তাই খোঁড়াখুঁড়ির পর আধভাঙা পড়ে আছে। বৃষ্টির দিনে তো এই রাস্তায় চলাচলই করা যাবে না”- মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের কথায় স্পষ্ট ক্ষোভ।


মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় কোনো গলি তিন মাস আগে, আবার কয়েকটিতে নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে।


এ এলাকায় কথা হলো রিকশাচালক ফারুক মোল্লার সঙ্গে। রাস্তা অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিরক্ত হয়েই বলেন, “এইহানের কোনো গল্লিই মনে হয় বাদ যাইব না।”


মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মোহাম্মদপুরের তাজমহল রোড, নূরজাহান রোড, বিজলী মহল্লা, আজিজ মহল্লা, টিক্কাপাড়া, নবদয় হাউজিং, মোহাম্মদী হাউজিং সোসাইটি, কাঁটাসুর থেকে জাফরাবাদ হয়ে রায়ের বাজারের গদিগর পর্যন্ত দেখা গেছে, বেশিরভাগ সড়কই খোঁড়াখুঁড়ি শেষে পড়ে আছে এবড়ো-থেবড়ো অবস্থায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us