গোসল কিংবা সাঁতার বা অন্য যেকোনোভাবে কানে পানি ঢুকতে পারে। সেক্ষেত্রে কী করবেন, কী করবেন না আর কানে পানি ঢুকলে সেটি কাদের জন্য ঝুঁকির কারণ হতে পারে সেই সম্পর্কে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুন।
কী করবেন
ডা. হাসানুল হক বলেন, কানে পানি ঢুকলে আতঙ্কিত হয়ে নানাভাবে কান থেকে পানি বের করার চেষ্টা করেন অনেকেই। যাদের কান সুস্থ স্বাভাবিক তাদের কানে যদি পানি ঢুকে যায় তাহলে আতঙ্কিত হওয়ার বা ভয়ের কিছু নেই। এই পানি এমনিতেই বের হয়ে যাবে অথবা শুকিয়ে যাবে। এটার জন্য কোনো ক্ষতি হবে না।
যেদিকের কানে পানি ঢুকেছে সেটা একটু নিচু করে কানের লতি একটু টেনে মাথা ঝাঁকি দিলে পানি এমনিতেই বের হয়ে যায়। এ ছাড়া হেয়ার ড্রায়ার মেশিনের মাধ্যমে বাইরে থেকে বাতাস দিয়ে কানের পানি শুকানোর চেষ্টা করা যেতে পারে। তবে খুব সাবধানে এটি করতে হবে। আর কানের পানি যদি বের না হয় এবং কানে সমস্যা সৃষ্টি করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।