আজীবন মানুষের মুক্তির জন্য লড়াই করে যাওয়া বামপন্থি নেতা হায়দার আকবর খান রনো মৃত্যুর আগেও ভেবেছেন মানুষের কথা। তার দান করে যাওয়া কর্নিয়ায় পৃথিবীর আলো দেখবেন দৃষ্টিহীন দুইজন মানুষ।
শুক্রবার গভীর রাতে রাজধানীরপাস্থপথেএকটিহাসপাতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টার জীবনাবসান ঘটে। শনিবার দুপুর ১টার দিকেসেখানে এসে তার কর্নিয়া নিয়ে যান স্বাস্থ্য খাতের স্বেচ্ছাসেবী সংগঠনসন্ধানীর কর্মীরা।
সিবিপির নেত্রী জলি তালুকদার বলেন, “হায়দার আকবর খান রনো মরণোত্তর চক্ষুদান করেছিলেন। তার মৃত্যুর পর আমরা সন্ধানীতে বিষয়টি জানাই।”
সন্ধানীর জাতীয় চক্ষুদান সমিতির সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, রোববার দুপুরে ঢাকার তাদের তত্ত্বাবধানে দুইজনদৃষ্টিহীনের চোখে অস্ত্রোপচারকরে বসানো হবে এই কর্নিয়া।
সেই দুইজন কারা- এই প্রশ্নে তিনি বলেন, “৪-৫ জনের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ হয়েছে। কর্নিয়া নিতে ইচ্ছুক ব্যক্তিরা রোববার আসবেন। তখন যাচাইবাছাই করে যাদের প্রয়োজন এমন দুজনকে দেওয়া হবে।”