শান্তিতে ঘুমানোর জন্য বড় বাধা হচ্ছে মশা। তাই মশার কামড় থেকে বাঁচতে বাড়িতে অনেকেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করে থাকেন। এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয় জানেন?
সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে ব্যবহারকারী কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার ওপর। তবে বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।