ইসরাইলকে বোমা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই বোমা গাজায় ব্যবহার করেছে ইসরাইল। এখন এ বিষয়ে অনুতপ্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, 'ওই বোমার আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন। ইসরাইলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপটার দেবে।
তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজনরেখাও তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইল যদি রাফাতে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ও গোলাবারুদ দেবে না।