ব্যাংকিং লেনদেনে ডলারের মধ্যবর্তী দাম ১১৭ টাকা নির্ধারণ করে দেওয়ার পর বেড়েছে খোলাবাজারে নগদ ডলারের দাম। আজ রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জার ও খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে। কেউ কেউ ১২৫ টাকায় ডলার কিনেছেন বলে জানিয়েছেন। দুই দিন আগেও খোলাবাজারে ডলারের দাম ১১৮ টাকা ৫০ পয়সার মধ্যে ছিল।
বাংলাদেশ ব্যাংক গতকাল ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল ১১০ টাকা।