You have reached your daily news limit

Please log in to continue


উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত হলো কি?

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে উপজেলা নির্বাচন প্রশ্নাতীত করতে চেয়েছে আওয়ামী লীগ। অংশগ্রহণমূলক করতে সরে এসেছে দলীয় প্রতীক ব্যবহার থেকে। দলীয় প্রভাবমুক্ত রাখতেও মন্ত্রী, এমপি ও নেতাদের নির্দেশনা দেওয়া হয়। তবু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, লড়েছেন মন্ত্রী-এমপির স্বজনরা। হামলা, জালভোট, ভয়ভীতি প্রদর্শন সবই ছিল। এতকিছুর পর প্রশ্ন উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট কি প্রভাবমুক্ত হলো?

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নির্দেশনা দেন। দলের শীর্ষ নেতারাও বলছেন ‘আত্মীয়-স্বজনের কালচারটি ভয়ঙ্কর।’ কেউ কেউ আবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। পুরোপুরি প্রভাবমুক্ত নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন কোনো নেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন