একদিকে আইপিএল, অন্যদিকে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। খেলা একই সংস্করণের, কিন্তু প্রদর্শনী দুই রকম। জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের প্রথম তিন ম্যাচে একবারই দলীয় রান দেড় শ ছাড়িয়েছে। অথচ সিরিজে প্রথম তিনটি ম্যাচ হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে মাঠ বড় রানের টি-টোয়েন্টি ম্যাচের জন্য পরিচিত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জেতায় বাংলাদেশ এর মধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে।
ওদিকে আইপিএলে গতকাল রাতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের ১৬৫ রান ৯.৪ ওভারে টপকে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত রাতে হায়দরাবাদের অবিশ্বাস্য রান তাড়ার ছাপটা আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও রয়ে গেল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদকে সিরিজের চেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে আইপিএল নিয়ে।