‘সামাজিক নিরাপত্তা খাতে এক কোটি পরিবারকে সুবিধা দেওয়া হচ্ছে। সেটা চলমান থাকুক। যারা পাওয়ার যোগ্য সত্যি সত্যি তারা পাচ্ছে কি না সেটি দেখতে হবে। এখানে একটি সার্ভে করে দেখা যারা পাওয়ার তারই পাচ্ছে, নাকি অন্যরা পাচ্ছে।’
আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেট নিয়ে সম্প্রতি জাগো নিউজের সঙ্গে আলাপকালে একথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক এবং বর্তমানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।