অ্যাডফেস্ট সম্পর্কে জানতে পারি গত বছর। আমাদের অফিসের একজন ক্রিয়েটিভ ডিরেক্টর রাতুল আমিন ভাই ডিসেম্বরে মেসেঞ্জারে একটা লিংক শেয়ার করেন, যেখানে দেখলাম, তারা চিত্রনাট্য জমা নিচ্ছে। প্রতিবছর এশিয়া ও মধ্যপ্রাচ্যের উঠতি পরিচালকদের জন্য ‘নিউ ডিরেক্টর লোটাস’ বিভাগে অ্যাডফেস্টের ‘ফ্যাবুলাস ফাইভ’ নামের একটি আয়োজন থাকে।
এবারের বিষয়টি আমাকে আকর্ষণ করে। চ্যালেঞ্জ ছিল, হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের বুদ্ধিমত্তাসংক্রান্ত একটা গল্প তুলে ধরতে হবে। দৈর্ঘ্য সর্বোচ্চ ৫ মিনিট। আগে আমি কখনো বিদেশি কোনো উৎসবে চিত্রনাট্য বা সিনেমা জমা দিইনি। অনেক দ্বিধাদ্বন্দ্ব পার করে এক রাতের মধ্যেই লিখে ফেলি আমার গল্প, ‘ফ্রি-আর’। কোনোরকম আশা না রেখেই চিত্রনাট্য জমা দিই।