প্রশ্নটার জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন সিকান্দার রাজা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম সংবাদ সম্মেলনেই তাঁকে গত নভেম্বরের সেই দুঃসহ স্মৃতি মনে করিয়ে দেওয়া হয়েছে। রাজাও একগাল হেসে বললেন, ‘মজার ব্যাপার হচ্ছে, আমি জানতাম এই প্রশ্নটা আসবে।’
পরে মনের দুঃখের কথা এভাবে বললেন, ‘ওই ঘটনাটা সব সময়ই বেদনাদায়ক হয়ে থাকবে। শুধু এখন নয়, যখন আমরা অবসর নেব, তখনো। শুধু আমরা যারা খেলছি তাদের জন্য নয়, যারা ম্যানেজমেন্টে আছে, তাদের জন্যও বিশ্বকাপে না যাওয়াটা সমান বেদনাদায়ক। শুধু এখন নয়, এই অনুভূতি আমাদের আরও অনেক দিন বয়ে বেড়াতে হবে।’