সম্পর্কটা আর ভালো লাগছে না, এমন মুহূর্তে কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২৪, ১০:৪০

জীবনে চলার পথে কত মানুষ কত কথা বলে। তবে এই কথাগুলো হয়তো আপনি শোনেননি। আর কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, জীবনের চলার পথকে সহজ করে তুলতে সহায়ক। জেনে নেওয়া যাক, কী সেগুলো।  


১. পোশাক বা অ্যাপিরারেন্স নিয়ে অনেক ধরনের মতবাদ প্রচলিত আছে। তবে সত্য এটাই যে আপনি যত ভালো (দামী না), মার্জিত, স্মার্ট সজ্জা করবেন, অন্যরা আপনাকে ততই গুরুত্ব দেবে।


২. আপনি হয়তো সব সময় শুনে আসছেন, ‘কে কী বলল, তাতে আমার কিছু আসে–যায় না’ বা ‘অন্যের মতামতকে আমি থোড়াই কেয়ার করি’। তবে অন্যকে পাত্তা না দেওয়াটা মোটেই স্বাস্থ্যকর কোনো চর্চা না। এটা আপনাকে কেবলই আপনার ‘টক্সিক ভার্সন’ (বিষাক্ত সংস্করণ) হয়ে উঠতে সাহায্য করবে। নিজের সেরাটা বের করে আনার ক্ষেত্রে এটা একটা বড় বাধা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us