মাখোঁ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ফরাসিরা, কী হবে ফ্রান্সে?

প্রথম আলো পল টেইলর প্রকাশিত: ০২ মে ২০২৪, ১০:৩৬

ভবিষ্যৎ ইউরোপ নিয়ে স্বপ্নদর্শী যে বক্তব্য সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট দিয়ে চলেছেন, সেখানে তিনি ইউরাপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন, হয় নিজেদের সামরিক শক্তিতে রূপান্তরিত করো, না হয় ‘মৃত্যুর মোকাবিলা করো; কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে তাঁর আসন একটি দীর্ঘ গোধূলিকালের মধ্যে পড়েছে। কেননা, আগামী জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন। সেই নির্বাচনে তাঁর দল অতিমন্দা পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে।


মাখোঁর অজনপ্রিয়তার কারণেই তাঁর মধ্যপন্থী ইউরোপ সমর্থক রেনেসাঁ পার্টি মতামত জরিপে কট্টর ডানপন্থী মেরিন লঁ পেনের ন্যাশনাল র‌্যালি থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। ইউরোপীয় পার্রামেন্টের নির্বাচনে লঁ পেন প্রার্থীদের যে তালিকা দিয়েছেন, তার নেতৃত্ব দিচ্ছেন জর্ডান বারডেলা।


বারডেলা একজন জনতুষ্টিবাদী নেতা ও অভিবাসনবিরোধী রাজনীতিতে একজন উঠতি তারকা। অন্যদিকে রেনেসাঁ পার্টি এখনো প্রার্থী তালিকা দিতে পারেনি। কিন্তু প্রার্থীদের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন স্বল্প পরিচিত ভ্যালেরি হ্যায়েরকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us