অনলাইন প্ল্যাটফর্মে কাজ ও যে সতর্কতা দরকার

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১০:৫২

চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তথ্যপ্রযুক্তির প্রসার ব্যাপকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। প্রযুক্তি আমাদের জীবনব্যবস্থাকে অনেকটাই সহজ করে দিয়েছে। পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। আমাদের দেশও তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। গতানুগতিক পেশা ছেড়ে তাই আজ হাজারো তরুণ–তরুণী তথ্যপ্রযুক্তিকে পেশা হিসেবে নিয়ে সফলতার মুখ দেখেছেন। দেশের কয়েক লাখ মানুষ এই তথ্যপ্রযুক্তির পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। অনেক তরুণ–তরুণী ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করেও উপার্জনের পথ বেছে নিচ্ছেন।


তথ্যপ্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, একইভাবে কিছু অসাধু মানুষ এই খাতকে অপব্যবহার করে মানুষের সর্বনাশ করেছে। বিভিন্ন অবৈধ অ্যাপের মাধ্যমে প্রলোভন দেখিয়ে কিংবা ফিশিং লিংক অথবা ভিশিং কলের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। যার খবর আমরা বিভিন্ন সময়ে মিডিয়াতে দেখতে পেয়েছি। ইদানীং ভিশিং কলের মাধ্যমে (ভুয়া) চাকরি দেওয়ার নামে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। এক বা একাধিক অসাধু চক্র প্রতিনিয়ত এমন ফোনকল করে মানুষকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us