মুঠোফোনে তোলা ছবি থেকে পেশাদার ক্যামেরার স্বপ্নপূরণ

প্রথম আলো প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১৬:২১

‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৪’–জয়ী ‘ইলুমিনেটেড স্যাংচুয়ারি’ ছবিটি দেখেছেন? সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উৎসব রাখের উপবাসের একটি মুহূর্তই ধারণ করা হয়েছে ক্যামেরায়। কথিত আছে যে প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহদিন শফিক সেই প্রজ্বলিত প্রদীপের ছবিই ফ্রেমবন্দী করে জমা দেন সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে। এরপরই বাংলাদেশ অঞ্চলে ন্যাশনাল অ্যাওয়ার্ডজয়ী হন।


মুঠোফোনে 
রাখের উপবাস চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গিয়েছিলেন মাহদিন। উদ্দেশ্য—বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অনুষ্ঠিত উৎসবের ছবি তোলা। তবে কাজটা মোটেও সহজ ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us