জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমানে শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ নিয়েছে। বেতনসহ ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক ক্ষেত্রে ছাঁটাই করা হচ্ছে, হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং অনেককের ওপর গুলিও চালানো হচ্ছে। এ অবস্থার অবসান ঘটানো প্রয়োজন।
আগামী ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান জানিয়ে সোমবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।