ছিলেন রাজমিস্ত্রির সহযোগী, ফ্রিল্যান্সিং করে কোটালীপাড়ার সমুয়েল গড়েছেন দোতলা বাড়ি

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১৭:২৬

দারিদ্র্যের সঙ্গেই বেড়ে উঠেছেন সমুয়েল বৈরাগী। টিকে থাকতে রাজমিস্ত্রির সহযোগী, কখনোবা পণ্য সরবরাহকারীর কাজও করেছেন। কিন্তু কম্পিউটার নিয়ে ছিল আগ্রহ। নিজের চেষ্টায় কম্পিউটারের বিভিন্ন বিষয় শিখে নেন ধীরে ধীরে। একসময় শুরু করেন ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ। সমুয়েল আজ একজন সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার। একসময় যিনি ছিলেন রাজমিস্ত্রির সহযোগী, আজ তিনি ফ্রিল্যান্সিং করে নিজ বাড়িতে গড়ে তুলেছেন দোতলা দালান।


উত্তম বৈরাগী ও কলমী বৈরাগীর দুই ছেলে, এক মেয়ের মধ্য সবার বড় সমুয়েল বৈরাগী। ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে অনেক আগ্রহ গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ধারাবাশাইল গ্রামের এই ছেলেটির। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম চলছিল, তবে পড়াশোনা ছাড়েননি কখনো। স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর চলে আসেন ঢাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us