ঈদের ছুটির সময় বিদ্যুৎ নিয়ে স্বস্তিতে ছিল সবাই। ওই সময় দেশের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যুৎ চাহিদা ছিল কম। তবে ১৪ এপ্রিল বৈশাখের প্রথম দিন থেকে দেশে তাপমাত্রা বাড়তে শুরু করে। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানা চালু হয়েছে। এতে বিদ্যুৎ চাহিদা প্রতিদিন বাড়ছে। কিন্তু চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এতে গরমের মধ্যে লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র বলছে, দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। গড়ে উৎপাদন করা হচ্ছে ১৩ হাজার থেকে ১৫ হাজার মেগাওয়াট পর্যন্ত। চাহিদা আছে সাড়ে ১৩ হাজার থেকে ১৬ হাজার মেগাওয়াট পর্যন্ত। গতকাল সোমবারও দিনের বেলায় প্রায় দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।