শেয়ারবাজার চলছে অস্থায়ী সিদ্ধান্তে, সুফল নেই

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৭

অ্যাডহক (অস্থায়ী) ভিত্তিতে নানা সিদ্ধান্ত গ্রহণের ফলে শেয়ারবাজার দীর্ঘ মেয়াদে টেকসই হচ্ছে না বলে মনে করেন বাজার অংশীজনেরা। তাঁরা বলছেন, বাজার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে। ভালো কোম্পানির অভাব দীর্ঘদিনের। সুশাসনেরও ঘাটতি তীব্র। পাশাপাশি শেয়ারের বিপরীতে দেওয়া ঋণসুবিধা (মার্জিন ঋণ) বাজারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধান না হলে দীর্ঘ মেয়াদে বাজারে সুফল মিলবে না।


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে গতকাল সোমবার অনুষ্ঠিত বৈঠকে এসব সমস্যার কথা তুলে ধরেন বাজার অংশীজনেরা। শেয়ারবাজারের চলমান দরপতন ঠেকাতে এ বৈঠকের আয়োজন করে বিএসইসি। অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তারিকুজ্জামান, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বিএমবিএর সভাপতি মাজেদা খাতুনসহ শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ১০টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। সভায় বিএসইসির শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us