গত বছরও এপ্রিলে বেশ গরম পড়েছিল; বইছিল তাপপ্রবাহ। এবারও এপ্রিলের মধ্যভাগ থেকে পরিস্থিতি খারাপ। এরই মধ্যে রাজধানীসহ ১২টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। চুয়াডাঙ্গা ও যশোরে এ নিবন্ধ লেখার দিন এটা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি।গত বছরের ১৭ এপ্রিল ঈশ্বরদীতে তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রিতে। আবহাওয়া বিভাগ বলছে, এবার তাপমাত্রা আরও বাড়তে পারে।
প্রিলের বাকি সময়ে পরিস্থিতির উন্নতির বদলে অবনতির শঙ্কাই বেশি। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা অসহনীয় নয় এখনো। কোথাও কোথাও বৃষ্টি আর কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে। তবে প্রায় দেশজুড়ে ভারী বৃষ্টি না হলে মাঝারি থেকে তীব্র এবং কোনো কোনো অঞ্চলে অতি তীব্র হয়ে ওঠা তাপপ্রবাহ কমবে বলে মনে করা যাচ্ছে না।