সংযুক্ত আরব আমিরাতের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে। এমনকি গাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে। ঝড়বৃষ্টির কারণে গতকাল রোববার দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আজ সোমবার গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, রিয়াদ অঞ্চলে আজ সোমবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই সময়ে মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি।