দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডকে একশর আগে গুটিয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিররা। অল্প রানের লক্ষ্য তাড়ায় দায়িত্বশীল ব্যাটিং করলেন মোহাম্মদ রিজওয়ান। এই কিপার-ব্যাটসম্যানের দারুণ এক রেকর্ড গড়ার দিনে কিউইদের সহজেই হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৭ উইকেটে। দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে আসা নিউ জিল্যান্ডকে স্রেফ ৯০ রানে থামিয়ে ৪৭ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাবর আজমের দল।
পাকিস্তানকে জয়ের মঞ্চ গড়ে দেন আফ্রিদি। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দুটি করে উইকেট নেন বাঁহাতি পেসার আমির এবং দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান।