বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি গণতন্ত্র। আর গণতন্ত্রের অপরিহার্য উপাদান হলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। পাকিস্তানি শাসকগোষ্ঠী সত্তরের নির্বাচনের রায় বানচাল করেছিল বলেই এ দেশের মানুষ ১৯৭১ সালে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল ৩০ লাখ প্রাণের বিনিময়ে।
স্বাধীনতার পর মাত্র ১০ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি সংবিধান দেশবাসীকে উপহার দিয়েছিল। পাকিস্তান এই সংবিধান রচনা করতে সময় নিয়েছিল ৯ বছর। ভারত আড়াই বছর। সে ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান রচয়িতারা কৃতিত্ব দাবি করতেই পারেন।