লাস্টপাসের সিইও সেজে কর্মীকে ডিপফেক কল হ্যাকারের

প্রথম আলো প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৭:৪৬

ডিপফেক অডিও দিয়ে কণ্ঠ নকল করা হয় প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও)। এরপর ভুয়া কল দেওয়া হয় প্রতিষ্ঠানের কর্মীকে। তবে এই ভয়েস ফিশিং আক্রমণের ঘটনাটি বুঝতে পারেন সেই কর্মী। তাই তিনি তৎক্ষণাৎ অফিসে বিষয়টি অবহিত করেন। ফলে হ্যাকারদের হ্যাকিং চেষ্টাও ব্যর্থ হয়। ঘটনাটি ঘটেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান লাস্টপাসে। লাস্টপাসের সিইও করিম তৌব্বার কণ্ঠ ডিপফেক দিয়ে নকল করা হয়েছিল।


হ্যাকাররা লাস্টপাসের এক কর্মীকে হোয়াটসঅ্যাপে সিইও সেজে ভুয়া কল করে। সাধারণত কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয় না লাস্টপাসে। তাই এই ভুয়া কলকে শুরু থেকেই সন্দেহজনক হিসেবে দেখেন সেই কর্মী। লাস্টপাসের ইনটেলিজেন্স অ্যানালিস্ট মাইক কোসাক বলেন, ‘আমাদের সিইওর কণ্ঠ নকল করে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে একজন কর্মীকে কয়েকবার কল করে, লিখিত বার্তা (টেক্সট মেসেজ) ও ভয়েস মেইল পাঠায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us