প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাদের মূল ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু করা, অন্তত প্রতিযোগিতার কিং রিয়াল মাদ্রিদকে টপকে সেমিতে যাওয়া। কিন্তু সেই আশার গুড়ে বালি পড়ায় এখন তাদের ধ্যান-ধারণা এফএ কাপ নিয়ে।
প্রিমিয়ার লিগে যদি কোনো ভুল না করে, তাহলে সিটিরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে যদি এফএ কাপটা ঘরে তোলা যায়, তাহলে অন্তত দুধের স্বাদটা ঘোল দিয়ে হলেও মেটানো যাবে। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চেলসি ও সিটি। ওয়েম্বলিতে এই ম্যাচে সিটিকে আটকে দেওয়ার জন্য সব ধরনের কৌশল হাতে নিয়েছে ব্লুজরা। কারণ চেলসিরও একটা শিরোপা খুব দরকার।