দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে পরাজিত হয়ে আবারও যশোর সদরের রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আসন্ন উপজেলা নির্বাচনে তাঁর ভাইকে প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছেন বলে জানা গেছে। তারই অংশ হিসেবে ঈদ-পরবর্তী পুনর্মিলনীর নামে একক প্রার্থিতা ঘোষণা দেওয়ার সমাবেশ করেন তিনি। নির্বাচনে অর্ধডজন দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় থাকলেও সেই সমাবেশে একমাত্র উপস্থিত ছিলেন শাহীনের ভাই তৌহিদ চাকলাদার ফন্টু। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওই সমাবেশে সদরের বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই একই সুরে বক্তব্য রেখে বলেন, শাহীন চাকলাদারের প্রার্থীই আমাদের প্রার্থী। তবে অন্য প্রার্থীরা বলেছেন, মূলত উপজেলার রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করতে শাহীন তাঁর ভাইকে প্রার্থী করছেন।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, সদর উপজেলায় ঈদ পুনর্মিলনীর নামে নেতাকর্মীকে ডেকে শাহীন চাকলাদার একক প্রার্থী চূড়ান্ত করতে চেয়েছিলেন। জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা হয়ে তিনি এমনটি করতে পারেন না। মূলত জেলা সদরের রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করতে তিনি তাঁর ভাইকে প্রার্থী করতে চান। এতে দলের তৃণমূলে কোন্দল সৃষ্টি হবে।