পাসওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল। অর্থাৎ, আগামী ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না দেশটি। এমনটাই জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে তিনি এটাও জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত যেকোনো সময় বদলে যেতে পারে।
ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পাসওভার বা পেসেক বা নিস্তারপর্ব। সপ্তাহজুড়ে চলে এই উৎসব। মূলত মিসরীয় শাসন থেকে ইহুদি জাতির মুক্তির সময়টাকে স্মরণীয় করে রাখতেই এই উৎসব উদ্যাপন করা হয়। চলতি বছর পাসওভার উৎসব শুরু হবে আগামী ২২ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল রাত পর্যন্ত।