টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রধান কোচ নিয়োগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেয়ে খুশি স্টুয়ার্ট ল। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ক্রিকেটে যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী এক সহযোগী দেশ। বিশ্বাস করি যে সামনে আমরা একটা দুর্দান্ত দল গঠন করতে পারব।’
বাংলাদেশের বিপক্ষেই প্রথম কাজ শুরু করবেন স্টুয়ার্ট ল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজটি নিয়ে তিনি বলেছেন, ‘আমার প্রথম কাজ হবে বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া। এরপর ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করতে হবে, যেটা অনেক বড় টুর্নামেন্ট।’