বঙ্গবাজারের অস্থায়ী স্থাপনা ভাঙা শুরু

প্রথম আলো প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৩:২৮

বছরখানেক আগে ঢাকার ফুলবাড়িয়ার বঙ্গবাজার আগুনে পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এরপর সেখানে বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী স্থাপনা তৈরি করে দেওয়া হয়। তাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই সুযোগ আর থাকছে না। কারণ, বঙ্গবাজার কমপ্লেক্সের জায়গায় গড়ে উঠবে বহুতল ভবন। এ জন্য অস্থায়ী স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অবশ্য এই স্থাপনা ভাঙার কথা ঈদের আগেই ব্যবসায়ীদের জানানো হয়েছে।


ডিএসসিসি গতকাল সোমবার বঙ্গবাজারের অস্থায়ী স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে। যদিও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি পক্ষ এখনই বঙ্গবাজার ভাঙার পক্ষে ছিলেন না। সে জন্য ঈদের পরে মালামাল সরিয়ে নেওয়ার কথা থাকলেও তাঁদের অনেকেই তা করেননি।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঈদের পরে বঙ্গবাজার ভাঙার বিষয়টি অস্থায়ীভাবে বসা ব্যবসায়ীদের জানানো হয়েছিল। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী মালামাল সরিয়ে নিয়েছেন। এক মাথা থেকে ভাঙার কাজ চলছে। ফলে ব্যবসায়ীরা চাইলে মালামাল সরানোর সুযোগ পাবেন বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us