ব্যাংক খুললেও উপস্থিতি কম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ২০:৪৪

পাঁচ দিনের ছুটি শেষে অনেকেই ফেরেননি ঢাকায়। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানীর বাইরে যাওয়া ব্যাংকার ও গ্রাহকদের বড় অংশ না আসায় ব্যাংক খোলার প্রথম দিনে উপস্থিতি ছিল কম।


এতে ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সরব হয়নি ব্যাংক পাড়া। সীমিত জনবল দিয়ে সেবা দিতে দেখা গেছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোকে।


এবার রোজা ৩০টি হওয়ায় ঈদের ছুটি ছিল গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিল রোববার ছিল বাংলা নববর্ষের ছুটি। দুই ছুটি একসঙ্গে হওয়ায় এবার একটানা পাঁচ দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা, ব্যাংক ও পুঁজিবাজারের ব্যক্তিরা।


রোজার ছুটি শেষে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আগের স্বাভাবিক সময়ে ফিরেছে ব্যাংকের কার্যক্রম, অফিস খোলা বিকাল ৫টা পর্যন্ত। আর পুঁজিবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us