ছুটি শেষেও সচিবালয়ে ছুটি ছুটি ভাব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

ঈদ ও নববর্ষের টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে অফিস-আদালত খুললেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে স্বাভাবিক কর্মব্যস্ততা ফেরেনি।


লম্বা ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সোমবার কর্মদিবস শুরু করেছেন সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে।


জনপ্রশাসন, বাণিজ্য, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং নৌপরিবহন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সচিব, অতিরিক্ত সচিব পদমর্যাদার অধিকাংশ কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত হলেও মধ্যম সারির কিছু কর্মকর্তা এখনও ছুটি কাটাচ্ছেন।


প্রথম দিন সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতিও তেমন ছিল না। শুনশান সচিবালয়ে এদিন ব্যক্তিগত গাড়ির চিরচেনা জটলাও চোখে পড়েনি। 


বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "ফাঁকা সচিবালয় দেখে আমারও ভালো লাগেনি। ঢাকার রাস্তা ঘাটগুলো কেমন যেন এখনও ফাঁকা। সচিবালয়ের চিরচেনা ব্যস্ততা দেখতে চাই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us