নিজের ইনস্টাগ্রামে বার্তা দিয়ে রুক্মিণী মৈত্র জানিয়েছেন—সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। তার ফেসবুক প্রোফাইল নাকি হ্যাক হয়েছে! এমন অবস্থায় নায়িকাকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন নায়ক-প্রযোজক জিৎ। সাহা্য্যে এগিয়েও আসেন। কিন্তু রুক্মিণী কি সত্যিই বিপাকে? পহেলা বৈশাখে এ অভিনেত্রীর পোস্ট দেখে রহস্য তৈরি হয়েছে। কারণ সেখানে রয়েছে ‘বুমেরাং’ ছবির টিজার।
এদিকে ইনস্টাগ্রামে বার্তায় রুক্মিণী বলেন, সবাইকে জানাচ্ছি যে, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। সেই নিশা নামের প্রোফাইল থেকে নানারকম মেসেজ যাচ্ছে। ওই মেসেজের কোনও উত্তর দেবেন না। সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন। আমার টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে। খুব দ্রুতই আবার ফিরব।