ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২১ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হলে, আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নেন। বছর খানেকের মধ্যেই ‘বিবি: মাই স্টোরি’ বাজারে আসে। ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা সাড়ে ৬০০ পাতার বইটি প্রকাশের পর দ্রুতই সর্বাধিক বিক্রীত বইয়ের স্বীকৃতি পায়।
প্রায় ২৫ বছর ধরে জনসমক্ষেই ছিলেন নেতানিয়াহু। ফলে নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ ছিল নিজেকে ঠিক কীভাবে উপস্থাপন করলে নতুন কিছু জানতে পারবে পাঠক। আর পাঠকের কাছে চ্যালেঞ্জ ছিল, আত্মপ্রেম আর অতিরঞ্জিত ভাষ্যের বাইরে নেতানিয়াহুর প্রকৃত চেহারা খুঁজে বের করা সম্ভব হবে কি না।