ঈদের চতুর্থ দিনে আজ যা দেখতে পারেন

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৫৫

সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।


এটিএন বাংলা
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আলাল ও দুলাল’। অভিনয়ে শামীম সরকার, চাষী আলম, শখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একক নাটক ‘বদনাম’। অভিনয়ে নিলয়, মাহি। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘আজকাল তুমি এখন’। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তুই আমার হয়ে যা’। অভিনয়ে শাশ্বত, সাদিয়া আয়মান।


চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আই লাভ মেট্রোরেল’। অভিনয়ে শাহেদ, ললনা নূর, সোহেল খান, চাষী আলম, মুসাফির সৈয়দসহ অনেককে। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ব্র্যান্ড নিউ জামাই’। অভিনয়ে জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ফিল মাই লাভ’। অভিনয়ে তাওসিফ মাহবুব, সাফা কবির। রাত ৯টা ৩৫ মিনিটের নাটক ‘দ্য লাস্ট ট্রেন’। অভিনয়ে তটিনী, সোহেল মণ্ডল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us