চাকরিপ্রার্থীদের বেশির ভাগ শহরের মেসে বা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে চাকরির প্রস্তুতি নেন। এবার ঈদে বেশ লম্বা ছুটি। তাই অনেকে গ্রামের বাড়িতে গেছেন। ঈদের ছুটিতে বা অন্য কোনো ছুটিতে চাকরিপ্রার্থীদের অনেকেই ব্যাগ ভরে বই নিয়ে বাড়িতে যান। কিন্তু বই পড়া তো দূরের কথা, শেষ পর্যন্ত ব্যাগ খোলাই হয় না। তাঁদের মধ্যে যাঁরা গুরুত্ব দিয়ে ছুটির দিনগুলো নষ্ট না করে পরিকল্পনামাফিক বই পড়েন, তাঁরাই সফল হন। বিশেষ করে যাঁরা বেসরকারি চাকরি বা অন্য চাকরির পাশাপাশি বিসিএস বা ভালো কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য ঈদের ছুটি প্রস্তুতির ক্ষেত্রে বেশ সহায়ক হতে পারে। কারণ, তাঁদের জন্য টানা ছুটি পাওয়া কঠিন।
ঈদের পরপরই রয়েছে বড় দুটি চাকরির পরীক্ষা। একটি বিসিএস ও অপরটি ব্যাংকের লিখিত পরীক্ষা। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে আবেদন করেছেন তিন লাখের বেশি প্রার্থী। লক্ষাধিক প্রার্থীর মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে শেষ মুহূর্তে প্রতিটি সময় কাজে লাগাতে হবে। ঈদের ছুটিতে অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট না করে ঘরে বসে অনলাইনে দিতে পারেন বিসিএস মডেল টেস্ট। এতে নিজের প্রস্তুতি আরও জোরালো হবে।