রজার নামের ল্যাব্রাডর কুকুরটি মাদক অনুসন্ধানী কুকুর হতে ব্যর্থ হয়। কারণ সে খুব বেশি বন্ধুভাবাপন্ন এবং আনন্দ-উল্লাসে মেতে থাকতে পছন্দ করে। কিন্তু তাইওয়ানের গত সপ্তাহের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পরে নিহত ও আটকে পড়াদের খুঁজে বের করায় দারুণ কাজ দেখিয়ে দেশটির মানুষদের হৃদয় জয় করেছে রজার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
উদ্ধারকারী কুকুরগুলো আটকে পড়া মানুষ এবং মৃতদেহ উভয়কেই শনাক্ত করতে সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বুধবারের ভয়ানক ভূমিকম্পের পরে তাইওয়ান কর্তৃপক্ষ দ্রুত কিছু কুকুরের সাহায্য নেয়।