মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন-তারিখ নিশ্চিত করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের পাঁচ দেশ। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বাহরাইন ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবারই মুসলিম বিশ্বের দেশগুলো শাওয়াল মাসের চাঁদ তথা ঈদুল ফিতরের চাঁদ তালাশ করেছে। কিন্তু মুসলিম বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এবারের রমজান মাস পূর্ণ হতে যাচ্ছে ৩০ দিনে। আর সেই বিবেচনায় আগামী ১০ এপ্রিল তথা বুধবার মুসলিম বিশ্বের বেশির ভাগ অংশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।