টানা দুই জয়ে আসর শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তবে পরের দুই ম্যাচ হেরে এখন কিছুটা হলেও ব্যাকফুটে মহেন্দ্র সিং ধোনির দল। ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইয়ের সামনে এবার উড়তে থাকা কলকাতা নাইট রাইডার্স। ৩ ম্যাচ খেলে অপরাজিত থাকা কলকাতার বিপক্ষে আজ মুস্তাফিজকে পাবে চেন্নাই?
আজ সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না মুস্তাফিজ। জরুরী কাজে দেশে ফিরেছিলেন। তবে গতকাল আবারও ভারতে ফিরে গেছেন এই বাংলাদেশি পেসার। ইতোমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে।