অনেকে এরই মধ্যে ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে উৎসব পালনে ছুটে গেছেন গ্রামের বাড়ি। যারা বাকি আছেন আজ কালের মধ্যেই নাড়ির টানে ছুটে যাবেন বাড়ি। শহরের কোলাহল থেকে কিছুদিনের নিস্তার মিলবে এ সুযোগে। অনেকেই ঈদে দূরযাত্রায় শখের বাইকটিকেই সঙ্গী করেন।
যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে চান না। এছাড়া এসময় গণপরিবহনের টিকিট পাওয়া সোনার হরিণ হাতে পাওয়ার মতোই সৌভাগ্যের। সেসব ঝামেলা এড়াতে দূর যাত্রায় বেছে নেন মোটরসাইকেল। তবে এসময় সতর্ক না হলে দুর্ঘটনার স্বীকার হতে পারেন যে কোনো মুহূর্তে। চলুন জেনে নেওয়া যাক মোটরসাইকেলে দূর যাত্রায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি-