ঈদে চাই গয়না, চলছে চলতি-সাবেকি দুই ধারাই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১০:৩৯

‘ওই যে বড় লাল ঝুমকাটা দেখান, আর পাশের বড় নেকলেসটাও’-ক্রেতাদের এমন অনেক ফরমায়েশে ব্যস্ত রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্করায়ের ক্লাসি জুয়েলার্সের গয়নার দোকানের বিক্রেতারা।


সীমান্ত স্কয়ারের মত নিউ মার্কেট, গাউছিয়া, মিরপুর, বসুন্ধরা সিটি এবং ধানমন্ডির বিভিন্ন গয়নার দোকান এবং দেশীয় ফ্যাশন হাউজে ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটায় ক্রেতাদের পছন্দসই গয়না চোখের সামনে তুলে ধরতে বিক্রয়কর্মীরা দম ফেলার ফুরসত পাচ্ছেন না।


আর এসব জায়গার ইমেটিশনের নানা ধরনের গয়নায় সনাতনী আর প্রচলিত দুই ধারার নকশারই দাপট চলছে। প্রাধান্য পেয়েছে মুক্তা, রঙিন পাথর আর অ্যান্টিক ব্রাস ম্যাটেরিয়াল গয়না।


হালে জনপ্রিয়তা পাওয়া গয়নার অনলাইন পেইজগুলোতে ঘুরে দেখা গেছে সাবেকি-চলতি নকশার পাশাপাশি কাপড়, বীজ, কাঠ, মাটি বা পুঁতির গয়নার পসরাও ওয়েছে ঈদ ঘিরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us