বিশ্বের যেসব দেশে রয়েছে সোনার খনি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ২০:৪০

বিশ্বের অন্যতম দামি বস্তুর মধ্যে একটি হচ্ছে সোনা। সোনার তৈরি গয়না নারীদের কাছে যেমন পছন্দের তেমনি মূল্যবান। সোনা শুধু গহনার জন্যই ব্যবহৃত হয় না, বরং মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করার জন্যও এটি একটি ভালো সমাধান হিসেবেও দেখা হয়। বিশ্বের অনেক দেশেই আছে সোনার খনি। যা সেসব দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।


ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান করা হয়েছে।
চলুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি দেশের সম্পর্কে। সেখানে রয়েছে সোনার খনি-


১. মার্কিন যুক্তরাষ্ট্র
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় ৮,১৩৩.৪৬ টন সোনা মজুত রয়েছে। এই সোনার মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯.৩৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ হবে ৫৮ লাখ কোটি টাকার বেশি।


২. জার্মানি
দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। সেখানে ৩ হাজার ৩৫২.৬৫ টন সোনা মজুত রয়েছে। এই সোনার মোট মূল্য ২ লাখ ২৪ হাজার ৩২.৮১ মিলিয়ন ডলার।


৩. ইতালি
তৃতীয় স্থানে রয়েছে ইতালি। ইতালিতে ২ হাজার ৪৫১.৮৪ টন সোনা মজুত রয়েছে। ইতালির কাছে থাকা মোট সোনার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৮৩৮.১৯ মিলিয়ন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us