খ্রিষ্টধর্মের প্রাচীনতম একটি ধর্মীয় গ্রন্থ আগামী জুনে নিলামে তোলা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস এমন তথ্য জানিয়েছে।
দ্য ক্রসবি-শোয়েন কোডেক্স নামের বইটি ২৫০-৩৫০ খ্রিষ্টাব্দের মধ্যে মিসরে প্যাপিরাসের ওপর কপটিক লিপিতে লেখা। প্যাপিরাস হলো মিসরের প্যাপিরাস নামের গাছ থেকে তৈরি লেখার মাধ্যম, যা অনেকটা কাগজের মতো।
ধারণা করা হয়, এখন পর্যন্ত অস্তিত্ব থাকা সবচেয়ে পুরোনো বইগুলোর একটি এটি। নিলামে এটি ৩৮ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে।