বুবলী ও পরীর ভার্চ্যুয়াল লড়াই: সন্তানের প্রতি মায়ের আবেগের প্রকাশ নিয়ে বিতর্ক

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১৮:৫১

গত ২১ মার্চ ছিল শাকিব-বুবলীর সন্তান বীরের জন্মদিন। ওই দিন সন্তানকে নিয়ে একটি আবেগঘন বার্তা দেন বুবলী। এর পরপরই ঢাকাই সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী পরীমনির রহস্যঘেরা পোস্ট নিয়েই শুরু হয় নতুন বিতর্ক। এরপর আরেকটি রহস্যজনক পোস্ট দেন বুবলীও। এরপর পরীও নতুন করে পোস্ট দেন। কেউ কারও নাম নেননি, তবে ঢাকাই ছবির দুই নায়িকার এই ‘ভার্চ্যুয়াল যুদ্ধ’-এ সরগরম হয়ে ওঠে অন্তর্জাল। মাঝে বেশ কিছুদিন চলে গেছে। আজ শুক্রবার চ্যানেল আই অনলাইনের কাছে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন বুবলী। সেখানে এমন কিছু কথা বলেছেন তিনি, যা শুনে অনেকে মনে করছেন, কথাগুলো হয়তো কাউকে ইঙ্গিত করে বলা।


সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে পরীমনি নিজেকে ‘স্পষ্টবাদী’ হিসেবে দাবি করেছেন। কারোর নাম উল্লেখ না করলেও চ্যানেল আইয়ে দেওয়া সাক্ষাৎকারে ‘স্পষ্টবাদী’ প্রসঙ্গটি ধরেও বক্তব্য দিয়েছেন বুবলী। তিনি বলেন, ‘শিল্পীদের মধ্যে কেউ যদি আমার আবেগের জায়গাকে অন্যভাবে আনেন, সেটি আমার জন্য কষ্টের। কেউ যদি কারোর সঙ্গে অসভ্যতা করেন, কাউকে হার্ট করেন, সেটি যদি তাঁর কাছে মনে হয় বা প্রমাণ করতে চান “আমি স্পষ্টবাদী”, তাহলে তো একসময় বড়দেরও অসম্মান করবেন। যে কেউই বড়দেরও কোনো কিছু একসময় হুটহাট বলে ফেলবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us